বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার নিশ্চিত করতে হবে

বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণার মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা কার্যে সম্পৃক্তকরণ করা একান্ত প্রয়োজন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আইইবি ভবনে বিইপিআরসি’র সভাকক্ষে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আয়োজিত জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক প্রায়োগিক গবেষণার ক্ষেত্র চিহ্নিতকরণের লক্ষ্যে বিইপিআরসির সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এসব কথা বলেন।
আরও পড়ুন
সভাপতির বক্তব্যে বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও প্রসারের লক্ষ্যে ২০১৫ সালে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) গঠন করা হয়। এ সংস্থার আওতায় দেশের গবেষকগণের মাধ্যমে এ সেক্টরে লাগসই প্রযুক্তির উদ্ভাবনের জন্য সংশ্লিষ্ট প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।
বিইপিআরসির মূল দায়িত্ব ও কার্যাবলীর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তির উদ্ভাবন, বিদ্যমান প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষ সাধন, নবায়নযোগ্য জ্বালানির সাশ্রয়ী ও টেকসই ব্যবহার নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা ও তা সমাধানে সরকারকে পরামর্শ দেওয়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা এবং জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণায় সম্পৃক্ত করা এ কাউন্সিলরের অন্যতম দায়িত্ব ও কার্যাবলীর। টেকসই জ্বালানি এবং বিদ্যুতের সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক গবেষণার ক্ষেত্রে বিইপিআরসি অগ্রণী ভূমিকা পালন করছে। দেশে ও বিদেশে কর্মরত জ্বালানি ও বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট খ্যাতনামা বিজ্ঞানী ও বিশেষজ্ঞ প্যানেল তৈরির মাধ্যমে কার্যকরী যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে এবং কাউন্সিলের গবেষণামূলক কার্যক্রমের সঙ্গে তাদের নিয়মিতভাবে সম্পৃক্ত করা হচ্ছে। এছাড়াও, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার জন্য কাউন্সিল কর্তৃক নিয়মিতভাবে কারিগরি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হচ্ছে।
এ সময় সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওএফএ/এআইএস