তারুণ্যের উৎসব উদযাপন করল দক্ষিণ সিটি

সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন করেছে। এই উপলক্ষ্যে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা, জুলাই-৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কর্মশালাসহ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন চিরুনি অভিযান কার্যক্রম পরিচালনার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) এসব তথ্য জানিয়েছেন সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন।
তিনি বলেন, কর্পোরেশন অধিভুক্ত ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেখানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন চিরুনি অভিযান পরিচালনা করা হয়। গত এক সপ্তাহে ৪ হাজার ৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মী ও দুই হাজার ৬২৬ জন মশককর্মী কাজ করেন।
গত কয়েক দিনে সংস্থাটির প্রতিটি ওয়ার্ডে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালার আয়োজনসহ স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ' শীর্ষক আন্তঃস্কুল বিতর্ক ও কলেজ পর্যায়ে 'ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ' শীর্ষক বিতর্কের আয়োজন করা হয়।
এ ছাড়া ডিএসসিসি ও তরুণ স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় রচনা, কুইজ, জুলাই-৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা চলমান আছে।
এএসএস/এমজে