১০ টাকার ভাড়া চাইছে ১০০ টাকা, পায়ে হেঁটেই রওনা হয়েছেন অনেকে

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শেষে বাড়ি ফিরে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। তবে গণপরিবহন সংকট ও বেশি ভাড়া হাঁকানোর ফলে ভোগান্তিতে পড়েছেন অনেকেই।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯টায় আখেরি মোনাজাত শেষ হতেই বাড়ি ফেরার পথ ধরেছেন অধিকাংশ মুসল্লীরা। তবে গাজীপুর থেকে পুরোদমে যানচলাচল এখনও শুরু না হওয়ায় বেশিরভাগই হেঁটেই গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। অপরদিকে যে-সব বাস সড়কে রয়েছে, তারা ১০ টাকার ভাড়া হাঁকাচ্ছে ১০০ টাকা। এমন অভিযোগও তুলছেন মুসল্লীরা।

ইজতেমা ময়দান থেকে আসা আবদুল বাসেত বলেন, মোনাজাত শেষ করে পায়ে হেঁটেই রওনা হয়েছি। প্রথমে বাসে চড়তে চেয়েছিলাম। কিন্তু তারা গেট লক করে ২০ টাকার ভাড়া ১০০ টাকা হাঁকাচ্ছে। তাই আর বাসে উঠিনি।
কলেজপড়ুয়া শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, আমি যাবো খিলখেত। টঙ্গী থেকে যার ভাড়া সর্বোচ্চ ১৫-২০ টাকা। সেখানে বাসগুলো ১০০ টাকার নিচে উঠাচ্ছেই না। তাই বাসে না চড়ে হেঁটে আসছি। অনেক মানুষ একত্রে বাড়ি ফিরছি, তাই খুব একটা কষ্ট হচ্ছে না।

তবে বৃদ্ধ ও শিশুরা গণপরিবহণে চড়েই ফিরে যাচ্ছেন বাড়িতে। বাসের পাশাপাশি সিএনজি, পিকআপভ্যান, বাইকে করেও ফিরছেন অনেকে।
আরও পড়ুন
বিমানবন্দর জোনের পুলিশ কর্মকর্তা জানান, বিশ্বরোডগামী ডাইভারশন ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। গাজীপুরের দিকের রাস্তা ধীরে ধীরে খুলে দেওয়া হবে। ফলে সড়কের অবস্থা দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।
ওএফএ/এমএন