চট্টগ্রামে ডিসি পার্কে সংঘাত, শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামের ডিসি পার্কের সামনে প্রাইম মুভার চালককে মারধরের অভিযোগে ডিসি পার্কে ভাঙচুর চালিয়েছেন পণ্য পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভাটিয়ারি-বন্দর কানেক্টিং রোডের ডিসি পার্কের সামনে এ ঘটনা ঘটে।
এই ঘটনার জেরে চট্টগ্রাম নগরীর সল্টগোলা ও কাস্টমস মোড়ে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে দর্শনার্থীদের সঙ্গে চালক ও সহকারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাকচালক পার্কে হামলা চালিয়েছেন। এ সময় পার্কের গেট, টিকিট কাউন্টার এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।
তবে শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে ডিসি পার্কের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম মুভার চালক ও সহকারীদের মারধর করে ডিসি পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। এরপর চালক ও শ্রমিকরা উত্তেজিত হয়ে পার্কে প্রবেশ করেন। সিকিউরিটি গার্ডদের বিচার দাবি করেন তারা। এদিকে এই ঘটনায় সড়ক অবরোধ করেছে প্রাইম মুভার শ্রমিকরা।
মঙ্গলবার রাত ১০টায় নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকার রাস্তার দুপাশে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।
শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে কয়েকজন প্রাইম মুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। তাদের কয়েকজন শ্রমিকের খোঁজ তারা পাচ্ছেন না। তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী বলেন, এখন পর্যন্ত আমাদের ২০ জন শ্রমিকের খোঁজ পাচ্ছি না। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা আছেন। তাদের সঙ্গে আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব। যারা শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।
আরএমএন/এএমকে