ইউএসএইড—এর সহায়তা বন্ধ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর সহায়তা স্থগিত নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, তবে আমাদের বা অন্য কোনও দেশের করণীয় তেমন কিছু নেই।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ইউএসএইড এর সহায়তা বন্ধ বাংলাদেশ-কেন্দ্রিক নয়। যুক্তরাষ্ট্র যদি এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, তবে আমাদের বা অন্য কোনও দেশের করণীয় তেমন কিছু নেই। সেক্ষেত্রে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।
রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এটি চলমান আছে, তবে কতদিন চলবে সেটি জানা নেই। যদি এটি বন্ধ হয়ে যায়, তবে অন্য দেশগুলোকে অনুরোধ করতে হবে সহায়তা বৃদ্ধির জন্য।
প্রসঙ্গত, ক্ষমতায় বসার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএইড এর সহায়তা স্থগিত করেছে। সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করতে চাচ্ছে তার নতুন প্রশাসন।
এনআই/এসএম