কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে রোববার এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্রাক্ষনকিত্তা এলাকার বিভিন্ন কারখানা থেকে ৩ থেকে ৪ ইঞ্চি পাইপ, ৫টি ১৩০ ফুট কম্প্রেসার, ২৫০ ফুট হোস পাইপ, ৬ সেট বার্ণার জব্দ করা হয়।
আরও পড়ুন
এ ছাড়া আশুলিয়ার মেসার্স মিজান সিএনজি নামক প্রতিষ্ঠানে কম্প্রেসর এবং ক্যাপটিভ পাওয়ার রানের মিটার দুটিতে মূল সিল এবং সিকিউরিটি সিল নকল এবং পুনঃস্থাপন পাওয়ায় তাৎক্ষণিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে লোড অনুযায়ী মাসিক দেড় কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে।
ওএফএ/এসএসএইচ