ভোটের খরচ ৬ হাজার কোটি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি হবে ১২০ দিন
বিদ্যমান শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ১৬ সপ্তাহ। শ্রমিকপক্ষের দাবি অন্য সব খাতের মতো নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ৬ মাস বা ১৮০ দিন করা। তবে মালিকপক্ষ সেই দাবি মানতে নারাজ। তাই সরকারের পক্ষ থেকে মাঝামাঝি অবস্থান নিয়ে এই ছুটি ১২০ দিন করার প্রস্তাব করা হয়েছে।
শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠকে গতকাল মঙ্গলবার নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ১২০ দিন করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বণিক বার্তা
দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশীরা
দুবাইয়ে থাকা অফশোর সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশীরা। এজন্য সেখান থেকে প্রপার্টি কেনাবেচার ওয়েবসাইটগুলোয় বিজ্ঞাপনও দেয়া হচ্ছে বলে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে উঠে এসেছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলকে (সিআইসি) বিষয়টি অবহিত করেছে বিএফআইইউ। এ বিষয়ে এনবিআরকে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি।
সমকাল
রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি
দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশে সক্রিয় দুর্নীতি দমন কমিশন (দুদক), জনপ্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলে এসব প্রতিষ্ঠান ব্যবহারে বিস্তার ঘটছে দুর্নীতির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে ১৫ বছর বড় বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং অর্থ পাচারের চাক্ষুষ প্রমাণ সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে।
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪’ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ প্রতিবেদন তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
আজকের পত্রিকা
আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা। জাতীয় নির্বাচনের আগে ও পরে স্থানীয় কিছু নির্বাচনের লক্ষ্যে মধ্যমেয়াদি পরিকল্পনাও করেছে ইসি। এতে জাতীয় ও স্থানীয় নির্বাচন মিলিয়ে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৪৮২ কোটি টাকা। ইসির সিনিয়র সচিব আখতার আহমদের সভাপতিত্বে সর্বশেষ অনুষ্ঠিত সভায় ভোটের সম্ভাব্য ব্যয়সংক্রান্ত এ সিদ্ধান্ত হয়।
দেশের অর্থনীতির যে অবস্থা, তাতে নির্বাচনের জন্য এমন ব্যয় যৌক্তিক কি না, জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, এই মুহূর্তে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। নির্বাচন কমিশন নিশ্চয়ই অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এই প্রস্তাবনা তৈরি করছে। তারাই বিশাল খরচের যৌক্তিকতা তুলে ধরবে।
আরও পড়ুন
যুগান্তর
কারবারিদের কাছ থেকে নির্বাচনি টাকা জোগাড়
দেশে মাদক-সন্ত্রাসের বিস্তার নিয়ে দীর্ঘদিন বিস্তর আলোচনা চললেও এবার উঠে এসেছে ভয়ংকর তথ্য। অভিযোগ উঠেছে, প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পরিকল্পিতভাবে বাংলাদেশে ইয়াবার বিস্তার ঘটানো হয়েছে, যার মূল লক্ষ্য ছিল যুবসমাজকে ধ্বংস করা এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এ চক্রের অন্যতম সহযোগী কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ-সদস্য ও ইয়াবা গডফাদারখ্যাত আবদুর রহমান বদি। এছাড়া আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাও জড়িত ছিলেন।
বণিক বার্তা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পোস্ট-অপারেটিভে বিড়াল-ছারপোকার উপদ্রব
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের তিনতলায় পোস্ট অপারেটিভ (ভাস্কুলার সার্জারি, পুরুষ) ওয়ার্ড। গতকাল বেলা পৌনে ১১টা। ঘুরে বেড়াচ্ছে তিনটি বিড়াল। পাশেই মেঝেতে শয্যা পেতে শুয়ে আছেন এক রোগীর স্বজন। পোস্ট অপারেটিভের ওই ওয়ার্ডে সদ্য স্টেন্ট বসানো বা অন্যান্য অস্ত্রোপচারের পর রোগীদের এনে রাখা হচ্ছে। হঠাৎই কাছের একটি টয়লেটে দৌড়ে গেল একটি বিড়াল। একটু পর দেখা গেল, ফিরে এসে অস্ত্রোপচার-পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা রোগীদের পাশেই অবাধে ঘুরে বেড়াচ্ছে বিড়ালটি। এক রোগীর স্বজনকে জিজ্ঞেস করলে জানালেন, শুধু বিড়াল নয়, ছারপোকার উপদ্রবও সহ্য করতে হচ্ছে তাদের।
কালের কণ্ঠ
৩৫০০ কোটি টাকার নকশিপল্লী প্রকল্প হচ্ছে ২০০ কোটিতে
সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মির্জা আজম। তিনি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। চীন সফর করে দেখে আসেন বিশাল নকশিপল্লী। ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশের চাহিদা বিবেচনা না করেই আকাশকুসুম নকশিপল্লী প্রকল্প নিয়ে ফেলেন।
বিশাল ফসলি জমি নষ্ট হলেও তার ধার ধারেননি তিনি। তখন পরিকল্পনামন্ত্রীসহ অনেকেই বিরোধিতা করেছিলেন এই আকাশকুসুম নকশিপল্লীর। তবে নকশিপল্লীর নামের আগে শেখ হাসিনার নাম লাগিয়ে তিনি সবার মুখে কুলুপ এঁটে দেন।
আজকের পত্রিকা
নীরব ঘাতক আর্সেনিক: আবিষ্কারের ৪০ বছর পরও ঝুঁকিতে ভারত–বাংলাদেশ
১৯৮২ সাল। ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কুষ্ঠরোগ। সে সময় পশ্চিমবঙ্গে কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের চর্মরোগ বিশেষজ্ঞ ক্ষিতীশ চন্দ্র সাহা দুজন রোগীর চিকিৎসা করছিলেন। তাঁদের ত্বকে কালো ছোপ ছোপ ক্ষত দেখা গিয়েছিল। প্রথমে সাহা ধারণা করেছিলেন, এটি কুষ্ঠরোগ। তবে পরে নানা পর্যবেক্ষণে তিনি ভিন্ন এক স্বাস্থ্য সমস্যা আবিষ্কার করেন। তাঁর মতে, এটি ছিল আর্সেনিকোসিস বা আর্সেনিক বিষক্রিয়ার ফল।
ক্ষিতীশ চন্দ্র সাহার এই আবিষ্কার পশ্চিমবঙ্গে ভূগর্ভস্থ পানিতে ব্যাপক আর্সেনিক দূষণ সন্ধানের পথ খুলে দেয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আর্সেনিকোসিসকে ‘মানব ইতিহাসের সবচেয়ে বড় বিষক্রিয়ার ঘটনা’ বলে উল্লেখ করে।
প্রথম আলো
ফেসবুক-টিকটকে কিশোরীদের জন্য ‘প্রেমের ফাঁদ’, উদ্বিগ্ন অভিভাবকেরা
কিশোরী সন্তান আছে—এমন মা–বাবার জন্য পরপর দুটি ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে। কী করলে সন্তান সুরক্ষিত থাকবে, কী বললে সন্তান নিজেকে নিরাপদ রাখার বিষয়টি বুঝতে পারবে, তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরা।
সাম্প্রতিক দুটি ঘটনার একটি হলো নিখোঁজের ১৭ দিন পর ২ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার। অপরটি হলো রাজধানীর মোহাম্মদপুর থেকে ১১ বছর বয়সী এক কিশোরীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা।
অনেকে আতঙ্কিত হয়েছিলেন এই ভেবে যে দ্বিতীয় কিশোরীও প্রথম কিশোরীর মতো ভয়াবহতার শিকার হলো কি না। তবে সৌভাগ্যক্রমে দ্বিতীয় কিশোরী জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটি ও তার পরিবারের প্রতি যেভাবে ঘৃণা-বিদ্বেষমূলক মন্তব্যের ছড়াছড়ি হয়েছিল, ন্যূনতম নীতি–নৈতিকতা ও আইন অনুসরণ না করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়েছিল, তা অভিভাবকদের মধ্যে সমাজে হেয়প্রতিপন্ন হওয়ার ভয় আরও বাড়িয়ে দেয়।
বণিক বার্তা
দেশেই গরুর লাম্পি স্কিন টিকা আবিষ্কার, খরচ পড়বে ৭০ টাকা
দেশে ২০১৯ সালে লাম্পি স্কিন ডিজিজ শনাক্তের পর এখন সারা দেশে তা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। সাধারণত গরু ও মহিষের এ রোগ হয়ে থাকে। এতে পশুর চামড়ায় ফোসকা পড়ে যায়। ভাইরাসজনিত সংক্রামক রোগ হওয়ায় টিকা ছাড়া এর কোনো চিকিৎসাও নেই। বিদেশ থেকে আমদানি করতে প্রতি টিকায় ২৫০-৩০০ টাকা ব্যয় হয়। এখন দেশেই প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) নতুন টিকা আবিষ্কার করেছে। এতে ব্যয় হবে ৭০ টাকার মতো। এটা কার্যকর বলেও প্রমাণ পেয়েছে সংস্থাটি।
কালের কণ্ঠ
টাকা ছাড়া কিছু চিনতেন না ডিআইজি নজরুল
গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম টাকা ছাড়া কিছু চিনতেন না। গাজীপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি ব্যবসায়ীদের জন্যও আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান ও লাগেজ কাটা পার্টিকেও শেল্টার দিতেন এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘুষ নেওয়ার অপরাধে মোল্যা নজরুলকে ওএসডিও করা হয়েছিল।
যুগান্তর
অবৈধ আয় বৈধের পথ বন্ধের সুপারিশ
বৈধ কিন্ত উৎসবিহীন আয়কে বৈধতা দেওয়ার যে কোনো রাষ্ট্রীয় চর্চা স্থায়ীভাবে বন্ধের সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। তারা মনে করে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত যে কোনো অপরাধের ক্ষেত্রে তদন্তপূর্ব আবশ্যিক অনুসন্ধানের ব্যবস্থা বাতিল করা দরকার। এছাড়াও সংস্থাটিকে শক্তিশালী করতে রাজনীতি ও আমলানির্ভরতা কমানোসহ ৪৭ দফা সুপারিশ করেছে কমিশন। ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ও ঘুস লেনদেনকে অবৈধ ঘোষণা এবং আইনে কালোটাকা সাদা করার ব্যবস্থা স্থায়ীভাবে বন্ধে প্রাধান্য দেওয়া হয়েছে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের আওতায় সরকারি খাতের মতো বেসরকারি খাতেও ঘুস লেনদেন অবৈধ, কিন্তু সেটা এখনো কার্যকর হয়নি। এটা কার্যকর করতে হবে।
এছাড়া নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারেই!; ছাত্রদের দলের গঠনতন্ত্র ও নাম নিয়ে ‘কাজ’ চলছে; আশ্বস্ত হলেও সরকারকে চাপে রাখবে বিএনপি; ‘দুর্নীতি’ তালিকায় বাংলাদেশ ১৪তম; ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির; ইউনূস-মোদির দেখা হচ্ছে থাইল্যান্ডে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
