গাউছুল আজম দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ফয়েজে কুরআন, মোরাকাবা ও রাতব্যাপী নফল এবাদতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লাখো মুসল্লির উপস্থিতিতে ৭২তম মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত শবে বরাতের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।
আরও পড়ুন
মাহফিলে প্রধান মেহমান তার বক্তব্যে বলেন, পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে আল্লাহ তা’আলা জ্বিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বলা হয় যা এই অঞ্চলে শবে বরাত হিসেবে প্রসিদ্ধ। হাদিস শরীফ মতে এ রাতে আল্লাহ তা’আলা ক্ষমা প্রার্থনাকারী অসংখ্য গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থনাকারী বান্দাদের অনুগ্রহ দান করেন।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শবে বরাত মাহফিলে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ সায়েম।
মিলাদ-কিয়াম শেষে প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
এমএসএ
