কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম ফাহাদ (২৪) এবং শাকিল মিয়া (২২) নামে দুজন ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও ২ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে ও দুপুরে পৌর সদরের হাপানিয়া এলাকার পলিগ্যান স্কুল সংলগ্ন আসাদ মিয়ার ভবনের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাহাদিয়ার দিকে যাচ্ছিলেন তিন বন্ধু আশরাফুল ইসলাম ফাহাদ, নাইম এবং শাকিল। তারা পাঠানবাড়ি এলাকায় পৌঁছালে একটি সিএনজির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম ফাহাদ নিহত হন। গুরুত হন নাইম, এবং শাকিল।
অপরদিকে শাকিল মিয়া কনস্ট্রাকশন শ্রমিকের কাজ করতেন। শনিবার সকালে হাপানিয়া এলাকার আসাদ মিয়ার ভবনের ৪ তলায় কাজ করতে যান। সেখানে দুপুরে ভবন সংলগ্ন বিদ্যুতের মেইন তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়ার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নিহতদের মরদেহ পরিবার শনাক্ত করেছে। আসলে এমন ঘটনা হৃদয়বিদারক।
এনামুল হক হৃদয়/এমএ