রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
জুলাই হত্যাকাণ্ডে আসামি ১০৫৯ পুলিশ, গ্রেপ্তার ৪১
জুলাই গণ-অভ্যুত্থানে গুলি করে মানুষ হতাহতের অভিযোগে দেশের বিভিন্ন থানা ও আদালতে ১ হাজার ৫৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল মামুন এবং এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও যুগ্ম কমিশনার মশিউর রহমান, উপমহাপরিদর্শক মোল্যাহ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের মতো জ্যেষ্ঠ কর্মকর্তারা।
সমকাল
দল গড়ার আগেই বিভক্তি, শীর্ষ পদ নিয়ে বিরোধ
শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দল গঠন নিয়ে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়েছে। দলের শীর্ষ নেতৃত্বে কারা আসবেন– এ নিয়েই বিরোধ। আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের প্রতি সবার সমর্থন থাকলেও তিনি পদত্যাগ করে দলের নেতৃত্ব নেবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। সদস্য সচিব পদে সব পক্ষই ‘নিজের লোক’ চাওয়ায় বিরোধ প্রকাশ্য হয়েছে।
ছাত্র নেতৃত্বের দুই সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রগুলো সমকালকে এসব তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্য, ছাত্র নেতৃত্ব চারটি বলয়ে বিভক্ত। একটি বলয়ে রয়েছেন গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে আসা নেতারা। আরেকটিতে রয়েছেন ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন ইসলামী দলের ছাত্র সংগঠনের সাবেক নেতারা। বাম ছাত্র সংগঠনগুলো থেকে আসা নেতা এবং গণঅধিকার পরিষদ ও এবি পার্টি থেকে আসা নেতাকর্মীরা অপর দুই বলয়ে। এক বলয়ের সঙ্গে নানা ইস্যুতে আরেক বলয়ের দূরত্ব রয়েছে। রাজনৈতিক দলে চার বলয়ের নেতারাই শীর্ষ নেতৃত্বে থাকতে চান। শিবির-সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের নেতৃত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে-এ অভিযোগে বিরোধও তৈরি হয়েছে।
দেশ রূপান্তর
৩ কারণে জাতীয় নির্বাচন আগে চায় বিএনপি
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। দলটির এই অবস্থানের কথা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) তারা ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে। স্থানীয় নির্বাচন বিএনপি কেন আগে চাচ্ছে না, এ বিষয়ে শীর্ষ নেতারা বড় দাগে তিনটি কারণের কথা জানিয়েছেন। দলটির নেতাদের মতে, এর প্রধান কারণ দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য একে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারে। এতে দেশ জুড়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। যেটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি সরকারের যে মূল ফোকাস জাতীয় নির্বাচন, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। বিএনপি নেতারা মনে করেন, পতিত ফ্যাসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ।
যুগান্তর
অবিশ্বাস্য হলেও খোদ পুলিশ সুপারের সম্মতি নিয়েই বড় ধরনের ইয়াবা চালান বিক্রি করা হয়েছে। বিক্রির মোটা অঙ্কের টাকা ভাগাভাগি করে নিয়েছেন এসপিসহ পুলিশের দুর্নীতিপরায়ণ কতিপয় সদস্য। এমনকি ঘুসের ভাগ হিসাবে সোর্স নামধারী চাকরিচ্যুত দুই পুলিশ কনস্টেবলকে দেওয়া হয়েছে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা। অভিযানে আটক হওয়া চারজনের মধ্যে তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে ছেড়েও দেওয়া হয়। গত ৬ জানুয়ারি চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে দেশের ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসাবে পরিচিত কক্সবাজারের রামুতে।
প্রথম আলো
সিএনজিচালিত অটোরিকশা সেবায় নৈরাজ্য জিইয়ে রাখতে আন্দোলন, জিম্মি নগরবাসী
রাজধানীতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ও মালিকের জমার নির্ধারিত হার রয়েছে। সরকার সেই ভাড়া ও জমার হার কার্যকর করতে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল, কিন্তু রাস্তা অবরোধ করে মানুষকে ভোগান্তিতে ফেলে সরকারকে পিছু হটতে বাধ্য করলেন অটোরিকশার চালকেরা। নেপথ্যে ছিলেন মালিকেরাও।
জরিমানা ও মামলা করা ঠেকাতে সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার সকালে ঢাকার রামপুরার বনশ্রী, মিরপুর, মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে, গাবতলী, আগারগাঁও, তেজগাঁও, শনির আখড়া, দোলাইরপাড়সহ বিভিন্ন জায়গায় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা সড়ক অবরোধ করেন। এতে ওই সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে মানুষ।
আরও পড়ুন
সমকাল
রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা
একটি রাজনৈতিক শক্তির পতনের পর আরেকটি রাজনৈতিক শক্তি ফিরে এসেছে। আর প্রশাসনকে সব সময় এই রাজনৈতিক শক্তির চাপেই থাকতে হয়। ফলে মাঠ প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। এই সরকারকে সফল হতে হলে রাজনৈতিক শক্তির চাপ কমাতে হবে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে বালুমহাল, হাটবাজার ইজারা, সরকারি সম্পত্তি দখলসহ বিভিন্ন খাতে টাকার অবৈধ লেনদেন হয়েছে বড় পরিসরে। স্থানীয় ও জাতীয় নির্বাচনসহ সব ক্ষেত্রে করা হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ। ফলে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারিত্বে বড় ধাক্কা খেতে হয়েছে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসকদের (ডিসি)। এমন পরিস্থিতির মুখোমুখি যেন আর হতে না হয়, সে জন্য আইনের শাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে নিস্তার চান বিভাগীয় কমিশনার ও ডিসিরা। এ জন্য সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন ও সংস্কার চেয়েছেন তারা।
যুগান্তর
২৬০০ কোটি টাকার অহেতুক ব্যয় প্রস্তাব
রাজধানীর গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত মেট্রোরেল র্নিমাণ প্রকল্পে দুই খাতের অহেতুক ব্যয় প্রস্তাব করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। এ ব্যয় প্রস্তাব আর্থিক ও শৃঙ্খলাপরিপন্থি হিসাবে আখ্যা দিয়ে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা বাদ দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ হাজার ৭২১ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১৫ হাজার ৩৮৮ কোটি ৫১ লাখ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ থেকে খরচ করা হবে ৩২ হাজার ৩৩২ কোটি ৯২ লাখ টাকা। এছাড়া প্রকল্পে পরামর্শক খাতে মাত্রাতিরিক্ত ব্যয় প্রস্তাব করায় তা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার পক্ষে মত দেওয়া হবে। আজ ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫: সাউদার্ন রুট)’ নামের প্রকল্পটি পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভায় উপস্থাপন করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
কালের কণ্ঠ
অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্যের প্রয়াস শুরু হওয়ার পর এর প্রক্রিয়া ও বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা চলমান। ব্যাপকভিত্তিক আলোচনা করেও রাজনৈতিক নানা মতাদর্শের কারণে কতটুকু ঐকমত্যে পৌঁছা সম্ভব, তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে।
ঐক্যপ্রক্রিয়ার বিষয়টিকে যেমন ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, আবার নানা প্রশ্নও তুলছেন অনেকে। কেউ কেউ বিষয়টিকে জটিল ও সময়সাপেক্ষ বলছেন।
প্রথম আলো
৩০ হাজারে শুরু, আর কে হান্নানের ব্যবসা এখন অর্ধকোটি টাকার
বিশ্ববিদ্যালয়ে সহপাঠীরা যে সময়ে শুধু পড়ালেখায় ব্যস্ত থাকতেন, তখন পড়াশোনার পাশাপাশি ই–কমার্স ওয়েবসাইটে চামড়ার তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতেন আর কে হান্নান। বিভিন্ন জায়গা থেকে চামড়াপণ্য সংগ্রহ করে তা অনলাইনে বিক্রি করতেন তিনি। এ কাজ করতে করতে একসময় নিজেই কারখানা দিয়ে চামড়ার জ্যাকেট তৈরি করতে শুরু করেন। মাত্র ৩০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা সেই উদ্যোগ এখন প্রায় অর্ধকোটি টাকার ব্যবসায়ে পরিণত হয়েছে।
আর কে হান্নানের প্রতিষ্ঠানের নাম র্যাভেন। সম্প্রতি রাজধানীর মিরপুরে র্যাভেনের একটি বিক্রয়কেন্দ্রে তাঁর সঙ্গে প্রথম আলোর কথা হয়। আলাপচারিতায় তিনি উদ্যোক্তা জীবনের নানা গল্প, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আজকের পত্রিকা
জামায়াতের প্রার্থী ঘোষণায় ‘জনপ্রিয়তা যাচাই’ কৌশল
প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার আগে জাতীয় নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু তা-ই নয়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিও তুলেছে দলটি। সংসদ নির্বাচন নিয়ে ধীরে চলার পক্ষে অবস্থান জানান দিলেও এরই মধ্যে ৩০০ আসনেই ‘সম্ভাব্য’ প্রার্থী ঘোষণা করছে দলটি। সম্ভাব্য প্রার্থী ঘোষণার বিষয়টি দেশের মানুষের কাছে নিজেদের তুলে ধরে জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসেবেই দেখছেন দলটির নেতারা।
জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার এই কৌশল নিয়েছে জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ‘সম্ভাব্য’ এসব প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন পেতে ‘জনগণের মন জয়’ করতে হবে। দলীয় সিদ্ধান্তের আলোকে সামাজিক, রাজনৈতিক, মানবিক, সাংগঠনিক ও সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান যাঁরা রাখবেন, তাঁরাই চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকবেন।
সমকাল
‘মবে’ প্রশাসন নমনীয়, ভুক্তভোগীরা ভয়ে
মবের (উচ্ছৃঙ্খল জনতা) বিরুদ্ধে সরকারের ও বিশিষ্ট নাগরিকের বিবৃতি কোনো কাজে আসছে না। কখনও ‘বিক্ষুব্ধ মুসল্লি’, কখনও ‘তৌহিদি জনতা’ নামের মব একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। আর আক্রান্তরা ভয়ে কথা বলছে না। এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আসার পেছনে স্থানীয় পুলিশ ও প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন ভুক্তভোগীরা। সারাদেশে গত ছয় মাসে মবের হাতে নৈরাজ্যের ঘটনায় পুলিশের সক্রিয়তার অভাব দেখা গেছে।
সর্বশেষ গতকাল রোববার অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে একটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। হুমকির অভিযোগে শনিবার স্থগিত করা হয়েছে ১৪ দিনের ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’। একই দিন অনুমতি থাকলেও চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় বসন্তবরণ অনুষ্ঠান মাঝপথে বাতিল করে রেলওয়ে। এর আগে টাঙ্গাইলের মধুপুরে স্থগিত হয় লালন স্মরণোৎসব। গত শুক্রবার ভূঞাপুরে দোকান থেকে ছুড়ে ফেলা হয় ফুল। বন্ধ করা হয় ঘুড়ি উৎসব। গত ২৫ জানুয়ারি এলেঙ্গায় বাতিল হয় চিত্রনায়িকা পরীমণির কসমেটিক পণ্যের দোকান উদ্বোধন। ঢাকার কামরাঙ্গীরচরে চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে হাজির হতে পারেননি। এর আগে ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে অন্তত ৮০টি মাজার-দরবারে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
কালের কণ্ঠ
নিলামে উঠছে সাবেক এমপিদের গাড়ি
চট্টগ্রাম কাস্টমের অকশন শেডে সাবেক সংসদ সদস্যদের (এমপি) আনা ২৪টি বিলাসবহুল গাড়িসহ মোট ৪৪টির নিলাম অনুষ্ঠিত হবে আজ সোমবার। এসব গাড়ি এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এনেছিলেন, কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কারণে ওই গাড়িগুলো তাঁদের ভাগ্যে জোটেনি। এর মধ্যে এমপিদের গাড়িগুলোর একেকটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। সেই গাড়িগুলোই এবার অনলাইনভিত্তিক ই-নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
গাড়িগুলো নিলামে বিক্রি করা গেলে ১৭৫ কোটি টাকা রাজস্ব পাবে সরকার। চট্টগ্রাম কাস্টম সূত্র জানায়, নিলামে অংশ নিতে আগ্রহীরা ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দর জমা দিয়েছেন। কতজন জমা দিয়েছেন, সেটি আজ জানা যাবে। দুপুর ২টায় দরপত্রের বাক্স খোলা হবে।
কালবেলা
মার্চে মিলছে না রূপপুরের বিদ্যুৎ
আগামী মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালুর কথা থাকলেও তা হচ্ছে না। একাধিকবার সময় বাড়িয়েও সঞ্চালন লাইনের নির্মাণকাজ শেষ করতে না পারার কারণেই পিছিয়ে গেছে দেশের একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর উদ্যোগ। আগামী জুনে সঞ্চালন লাইনের কাজ শেষ হলে সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ রূপপুরের একটি ইউনিটে উৎপাদন শুরু হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এদিকে, সঞ্চালন লাইন নির্মাণকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানির কর্মকর্তারা বলছেন, ফিজিক্যাল স্টার্টআপের জন্য যতটুকু সঞ্চালন লাইনের প্রয়োজন সেটা প্রস্তুত আছে। ইভাক্যুয়েশনের জন্য রূপপুর-গোপালগঞ্জ লাইনের ৪০০ কেভি পদ্মা রিভার ক্রসিং সঞ্চালন লাইনটি প্রয়োজন হবে। রিভার ক্রসিংয়ের কাজ আর্থিক সংকটের কারণে হচ্ছে না। এই কাজ যে কোম্পানিকে দিয়ে করানো হচ্ছে, তাদের বিল বকেয়া পড়েছে। সরকারের কাছে বকেয়া বিলের ২৬ মিলিয়ন ডলার চাওয়া হয়েছে।
এছাড়া পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন; আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা প্রধান উপদেষ্টার; তারেক রহমান / ফ্যাসিবাদ ১৫ বছরে দেশকে ধ্বংস করে গেছে; সারজিস আলম / শেখ হাসিনা কর্মীদের টিস্যুর মতো ব্যবহার করেছেন; ঋণের টাকা লুটপাটের আয়োজন এলজিইডির; সাবেক এমপিসহ আরও ৩৮৯ জন গ্রেপ্তার—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।