যুব সমাজকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব

দেশের যুব সমাজকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে প্রস্তাব এসেছে জেলা প্রশাসক সম্মেলনে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম-অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, অধিবেশন ডিসিদের পক্ষ থেকে যুব সমাজের জন্য ইউনিভার্সেল মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কি না সেটার প্রস্তাব করা হয়। যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন। তারা দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
আরও পড়ুন
যুব সমাজের প্রশিক্ষণের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আবদুল হাফিজ বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আর্থিক সংশ্লিষ্টতা আছে। এটা আমার মনে হয়, চিন্তা করতেই পারি। আমরা বলেছি, সরকারের নির্দশনা পেলে আমাদের সশস্ত্র বাহিনী এটা করতে প্রস্তুত।
এনআই/এসএম