রমজানের আগে দাম বাড়াতে সেই পুরোনো কৌশল

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সাড়ে সাত মাসে রিটার্ন দিল মাত্র ১৩ হাজার কোম্পানি
দেশের কোম্পানিগুলো রিটার্নে বার্ষিক আয়-ব্যয়ের খবর জানিয়ে ৩ হাজার ১০০ কোটি টাকা করপোরেট কর দিয়েছে। আর রিটার্ন দিয়েছে ১৩ হাজার ৬৬টি কোম্পানি। গত ১ জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য তৈরি করেছে।
বর্তমানে আড়াই লাখের বেশি প্রতিষ্ঠানের নিবন্ধন আছে। প্রতিবছর গড়ে ৩৫-৪০ হাজার কোম্পানি রিটার্ন জমা দেয়।
সমকাল
রমজানের আগে দাম বাড়াতে সেই পুরোনো কৌশল
ভোজ্যতেল নিয়ে এমন ক্ষোভের দহন এখন সবখানেই। ক্রেতারা যেমন ফুঁসছেন, ছোট ব্যবসায়ীরাও ত্যক্ত-বিরক্ত। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেল পুরোপুরি উধাও। কয়েকটি দোকানে মিললেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ কারণে খোলা তেলের দামও আকাশ ছুঁয়েছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল কেনাবেচা হচ্ছে ১৮০ থেকে ১৮২ টাকায়। অথচ সরকারের নির্ধারিত দর ১৫৭ টাকা। সে হিসাবে প্রতি লিটারে ভোক্তাকে বাড়তি গুনতে হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা।
আমদানি সংকট দেখিয়ে কোম্পানিগুলো তেল সরবরাহ তলানিতে ঠেকিয়েছে। দৈনিক সাড়ে পাঁচ হাজার টন চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে আড়াই হাজার টন। এতে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলছে তাও দুই-তিন মাস। খোদ বাণিজ্য মন্ত্রণালয়েরই দুটি সংস্থার পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে কৃত্রিম সংকটের ইঙ্গিত। তবু তাদের যেন কিছুই করার নেই। শুধু বাজার পরিদর্শনে গিয়ে ছোট ব্যবসায়ীকে জরিমানা করে দায় সারছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তদারকি আরও জোরদার করা হচ্ছে। অচিরেই সংকট কেটে যাবে।
বণিক বার্তা
ছয় মাসে আমানত বৃদ্ধি পরিমাণে কমেছে ৪২ শতাংশ
দেশের ব্যাংক খাতে মেয়াদি আমানতের সুদহার এখন ১২-১৩ শতাংশ। আমানতের এত উচ্চ সুদ গত কয়েক বছরে দেখা যায়নি। তবে উচ্চ এ সুদহারও এখন আমানতকারীদের আকৃষ্ট করতে পারছে না। গত অর্থবছরের তুলনায় আমানতের প্রবৃদ্ধি নেমে এসেছে প্রায় অর্ধেকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের ব্যাংক খাতে আমানত বেড়েছিল ৫৯ হাজার ৩৩ কোটি টাকা। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমানত বেড়েছে ৩৪ হাজার ৫১৭ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে আমানত বৃদ্ধির পরিমাণ কমেছে প্রায় ৪২ শতাংশ।
আরও পড়ুন
কালের কণ্ঠ
গাজীপুরে ২২ কোটি টাকার খাসজমিতে হানিফের থাবা
গাজীপুর মহানগরীর কাশিমপুর শিল্প এলাকায় মাত্র এক কোটি ৮০ লাখ টাকায় ৯ বিঘা সরকারি খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে। স্থানীয় লোকজনের তথ্য মতে, নবীনগর-চন্দ্রা সড়কসংলগ্ন বাড়ৈবাড়ি মৌজার বরইবাড়ি এলাকায় অবস্থিত ওই জমির তৎকালীন বাজারমূল্য ছিল ২২ কোটি ৫০ লাখ টাকা। ‘প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী’ পদের প্রভাব খাটিয়ে জমিতে থাকা শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে ২০১১ সালে জমির দখল নেন মাহবুবউল আলম হানিফ।
মানবজমিন
অন্যদিকে রেশন, চিকিৎসা-ভাতা ও গৃহ ঋণ বাড়ানোসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ৯টি সুবিধা চেয়ে প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়-সংক্রান্ত ২১টি প্রস্তাবের মধ্যে ৯ প্রস্তাবেই তাদের সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরা হয়েছে। সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছেন ডিসিরা। রেশন হিসেবে চাল, ডাল, তেল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়ার কথা বলেছেন তারা।
বণিক বার্তা
হিমাগারের ভাড়া বেড়েছে আলু রাখছেন না কৃষক
দেশে এবার আলুর আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১২ শতাংশ বেশি জমিতে। উৎপাদনও ১ কোটি ২০ লাখ টন ছাড়ানোর প্রাক্কলন রয়েছে। যদিও কৃষক পর্যায়ে পণ্যটির উৎপাদন খরচও উঠছে না এখন। এর মধ্যেই আলু সংরক্ষণে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন হিমাগার মালিকরা। এ অবস্থায় ছয় মাস বাড়তি ভাড়া দিয়ে আলু সংরক্ষণের ঝুঁকি নেয়া থেকে বিরত থাকছেন কৃষকদের অনেকেই। বিশেষ করে প্রান্তিক চাষীরা এখন মাঠেই কম দামে আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
যুগান্তর
বায়ুবিদ্যুৎ খাতে গচ্চা শতকোটি টাকা
লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুতের মুখ না দেখলেও বায়ুবিদ্যুৎ (উইন্ডমিল) প্রকল্পের নামে এ খাত থেকে সরকারের শতকোটি টাকার বেশি গচ্চা গেছে। এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মাত্র ২ মেগাওয়াটের দুটি বায়ুবিদ্যুৎকেন্দ্র নিমাণ হয়েছে। যদিও উৎপাদনের ২ বছর পর প্রথমটি এবং পরীক্ষামূলক উৎপাদন চলাকালে দ্বিতীয় কেন্দ্রটিও বন্ধ হয়ে গেছে। কেন্দ্র দুটির পেছনে সমীক্ষা, স্থাপন, সংস্কার, মেরামত-সব মিলে সরকারের এই অর্থ গচ্চা গেছে। এর মধ্যে ফেনীর সোনাপুর গ্রামের কেন্দ্রটিতে গেছে ৫০-৬০ কোটি এবং কক্সবাজারের কুতুবদিয়া কেন্দ্রের জন্য ৩০-৪০ কোটি টাকা। গত সরকার রেন্টাল-কুইক রেন্টাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় এ খাতে নজর কমে যায়। ফলে পতিত আওয়ামী লীগ সরকারের মেয়াদের প্রথমদিকে বায়ুবিদ্যুৎ খাত সেভাবে বিকাশলাভ করেনি। নানাভাবে নানা নামে রেন্টাল-কুইক রেন্টাল থেকে লুটপাট শেষ হওয়ার পর গত নির্বাচনের আগে এদিকে দৃষ্টি ফেরায়।
সমকাল
গণমাধ্যমে জেন্ডার-সংবেদনশীল ভাষা ব্যবহার বিষয়ে মুক্ত আলোচনা
‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এই মুক্ত আলোচনায় শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাতা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন। তাঁরা জানান, সংবাদমাধ্যমগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে, যা কমিয়ে দুটো মাধ্যমকেই সমান গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করা প্রয়োজন।
আলোচনা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, গণমাধ্যমে সামাজিক, রাজনৈতিক চাপ ও সেন্সরশিপ রয়েছে, যা কমানো উচিত। গণমাধ্যমে ভুক্তভোগীদের দোষারোপ করার প্রবণতা রয়েছে, সেটিও বন্ধ করা উচিত।
যুগান্তর
ছাপানো টাকার ৫৪,৪১৪ কোটি ঋণ পরিশোধ
মূল্যস্ফীতির লাগাম টানতে আওয়ামী লীগ আমলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ছাপানো টাকার ঋণ পরিশোধ করছে অন্তর্বর্তী সরকার। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ছাপানো টাকা ঋণের মধ্যে ৫৪ হাজার ৪১৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ফলে গত ডিসেম্বর পর্যন্ত এই ঋণের স্থিতি কমে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার কোটি টাকায়। ছাপানো টাকায় সরকারকে ঋণের জোগান দেওয়া বন্ধ করায় এবং বিগত সরকারের সময়ে নেওয়া ঋণ পরিশোধ করায় এ ঋণের স্থিতি কমেছে। এর প্রভাবে মূল্যস্ফীতির হারও কিছুটা কমতে শুরু করেছে। তবে ছাপানো টাকায় সরকারের ঋণের স্থিতি কমলেও ব্যাংক ও ব্যাংকবহির্ভূত খাত থেকে সরকারের ঋণ বেড়ে যাচ্ছে। ফলে সরকার ব্যাংক ও ব্যাংকবহির্ভূত খাত থেকে নতুন ঋণ নিয়ে ছাপানো টাকায় নেওয়া কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করছে।
এছাড়া ছাত্রদের দলে আলোচনায় এবার নুর; এক ট্রফি দুই দেশে আট দল আর রাজনীতির ডামাডোল; তিস্তার পানির হিস্যা কারও করুণার বিষয় নয়—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
