নারীর সুস্থতা ও সমাজের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

‘বিশ্ব মাসিক স্বাস্থ্য ও জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস’ উপলক্ষে নারীর সুস্থতা ও সমাজের ভাবনা শীর্ষক জনসচেতনতামূলক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাহসী কন্যা ও দুরন্ত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (২৮ মে) বেলা ১১টায় অনলাইন প্লাটফর্মে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন এম্পাওয়ারিং দ্যা ব্রেভ গার্লস প্রজেক্টের দল নেতা ও প্রকল্প ব্যবস্থাপক রেনেকা আহমেদ অন্তু। অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডা. সিরাজুল ইসলাম খান মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাহলা মেহজাবিন ও এসআরএইচআর লেখক নুজহাত জাহান খান।
অনুষ্ঠানে ডা. সাহলা মেহজাবিন প্রথমেই মাসিক স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব দিবস-২১ এর মূল প্রতিপাদ্য 'more action and investment in menstrual hygiene and health now এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে বলেন। মাসিক স্বাস্থ্য কেন জরুরি এবং এ নিয়ে রাষ্ট্রীয় ও বৈশ্বিক নানা পলিসি ও অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। স্যানিটারি প্যাড বা মাসিকের সময় ব্যবহৃত কাপড় সঠিকভাবে জীবাণুমুক্ত করার প্রয়োজনীয়তা ও পদ্ধতি সম্পর্কে ধারণা দেন তিনি।
লেখক নুজহাত জাহান খান বলেন, সমাজে নারীদের জেন্ডারভিত্তিক বৈষম্য এবং মাসিককালীন অপরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন ট্যাবু প্রচলিত আছে। মাসিক সম্পর্কে খোলাখুলি কথা বলতে না পারাই এ ক্ষেত্রে অন্যতম বড় বাধা। এছাড়া স্কুল-কলেজ ও কর্মক্ষেত্রে স্যানিটারি প্যাডের অপ্রতুলতাও এ জন্য দায়ী। স্যানিটারি প্যাডের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে থাকায় অনেকেই তা ব্যবহার করতে পারে না। এজন্য স্যানিটারি প্যাডের মূল্য নির্ধারণে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
এমটি/এসকেডি