এফরান সেলিমের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলর এরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোর বিষয়ে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আমাদের হাতের আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিব।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে যেসব মালামাল পাওয়া যায় বিশেষ করে ওয়াকি টকি এসবের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট নিয়মিত মামলার বাহিরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
পুলিশের তদন্ত প্রতিবেদন এফরান সেলিমকে দায়মুক্তি দেওয়ায় র্যাবের অভিযান প্রশ্নবিদ্ধ হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাব যে অভিযানটি পরিচালনা করেছিল সে সময় ম্যাজিস্ট্রেটে উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে যেসব আলামত পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে মামলাগুলো করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যেসব বিষয় বিবেচনা করে প্রতিবেদন জমা দিয়েছেন এ বিষয়ে র্যাব অব্যবহিত নয়। তদন্তকারী কর্মকর্তা উনার বাস্তবতা ও অভিজ্ঞতা ওপর নির্ভর করে যা পেয়েছেন তার ওপর ভিত্তি করে প্রতিবেদন জমা দিয়েছেন।
জনগণ পুলিশের তদন্ত প্রতিবেদন, নাকি র্যাবের অভিযানকে বিশ্বাস করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাব বাংলাদেশ পুলিশেরই একটি বিশেষায়িত বাহিনী। অর্থাৎ বাংলাদেশ পুলিশের যেসব শাখা আছে তার মধ্যে র্যাব অন্যতম। এ রকম একটি বাস্তবতায় আমরা অভিযানে যেসব আলামত ও মালামাল পেয়েছি সেগুলো সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া র্যাবের যেসব অভিযান পরিচালনা করে সেগুলো সাক্ষীদের উপস্থিততে যা আলামত পাওয়া যায় তা পুলিশ কর্মকর্তারা এজাহারে উল্লেখ করেন। র্যাবের সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে পরিলিখিত থাকে। এ বাস্তবতায় র্যাব নিরপেক্ষ ও চাপমুক্তভাবে অভিযান পরিচালনা করে।
পুলিশের তদন্ত প্রশ্নবিদ্ধ কিনা জিজ্ঞাসা করলে র্যাবের এই কর্মকর্তা বলেন, পুলিশের তদন্তের বিষয়ে র্যাব মনে করে পুলিশের যারা তদন্ত করেছেন তারা এই বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পারবেন।
এমএসি/এমএইচএস