ইউনিডোর মহাপরিচালকের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সম্প্রতি পেশাদার কূটনীতিক তৌফিক হাসানকে অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। নতুন রাষ্ট্রদূত ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক গার্ড মুলারের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইউনিডোর মহাপরিচালকের কাছে পরিচয়পত্র পেশ করেন কূটনীতিক তৌফিক হাসান। অস্ট্রিয়ার বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানিয়েছে।
স্থায়ী মিশনের তথ্য বলছে, গত ১৬ ফেব্রুয়ারি নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ভিয়েনায় পৌঁছান কূটনীতিক তৌফিক হাসান। তিনি মিশনের দায়িত্ব নেওয়ার পর গত মঙ্গলবার ইউনিডোর মহাপরিচালকের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
ইউনিডো মহাপরিচালক রাষ্ট্রদূত হাসানকে ভিয়েনায় স্বাগত জানান এবং শিল্প উন্নয়নের পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য বাংলাদেশকে সহায়তা করতে সংস্থাটির দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মহাপরিচালক বাংলাদেশের অনুকরণীয় অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং ইউনিডোর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত হাসান এ পর্যন্ত বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেওয়ার জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সহায়তা অব্যাহত রাখার অনুরোধ করেন।
এনআই/জেডএস