ব্রুনাইসহ অন্যান্য শ্রমবাজার উন্মুক্ত করার দাবি

ব্রুনাইসহ অন্যান্য দেশের শ্রমবাজারে উন্মুক্ত ও জিটুজি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সদস্যরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ভবনের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রুনাই শ্রমবাজার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ত এই শ্রমবাজারটিতে এককভাবে গত দুই বছর থেকে বোয়েসেল লোক পাঠিয়ে যাচ্ছে৷ তারা কোটা ফিলাপ করতে পারছে না। গত বছর মাত্র ১৭০ জন লোক পাঠিয়েছে। আমরাও বাজারটিতে লোক পাঠাতে পারছি না। বাজারটি উন্মুক্ত হলে আমরা যারা রিক্রুটিং এজেন্সি আছি, প্রতি বছর ৫০ হাজার লোক পাঠাতে পারব।
আরও পড়ুন
তারা বলেন, বোয়েসেল কম টাকায় নেওয়ার কথা বলে তলে তলে ৩ থেকে ৪ লাখ টাকায় লোক পাঠায়। সেই খবর আমরা জানি। আমরা অনেক টাকা দিয়ে লাইসেন্স করেছি। এখন নানা সমস্যা জর্জরিত৷ অফিসের ভাড়া, কর্মীদের বেতন দিতে পারছি না।
মানববন্ধনে মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রোপাইটর রেদোয়ান হোসাইন বলেন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লোক পাঠানো বন্ধ করা দরকার। বোয়েসেল একক সুবিধা নিচ্ছে। তারা বিভিন্ন দেশে এককভাবে লোক পাঠাচ্ছে। এখানে সিন্ডিকেট রয়েছে। এর সঙ্গে জড়িত ব্রুনাই হাইকমিশনের কিছু লোক। আমরা চাই সব রিক্রুটিং এজেন্সি মালিক ব্রুনাই শ্রমবাজার নিয়ে কাজ করুক।
তিনি বলেন, দেশে ৩০০০ হাজার লাইসেন্সধারী এজেন্সি আছে। আমরা কেউ পাঠাতে পারছি না, শুধু বোয়েসেল কেন পাঠাচ্ছে।
এনআই/এমজে