কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,জরিমানা ৮০ হাজার টাকা

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে কেরানীগঞ্জের বড় মনোহরিয়া ও ছোট মনোহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুইটি নামবিহীন তার তৈরির কারখানার অবৈধ গ্যাস বিচ্ছিন্নপূর্বক উৎস পয়েন্ট থেকে কিল করা হয় এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৫ টি তাপাই ভাট্টি বার্ণারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনাকালে ৩/৪ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট এম এস পাইপ, ১ ইঞ্চি ব্যাসের ২০ ফুট হোস পাইপ, ২ টি কম্পেসার/বুস্টার, ১টি মোটর ও ৫ টি তাপাই ভাট্টি বার্নার উচ্ছেদপূর্বক জব্দ করা হয়েছে।
একটি কারখানায় অভিযান পরিচালনাকালে কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড আরোপ করা সম্ভব হয়নি। কিন্তু অপর কারখানার কর্তৃপক্ষকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওএফএ/এসএমডব্লিউ