জাতীয় নাগরিক কমিটির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স উইং গঠন

জুলাই-২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য আহত, আন্দোলনকারী ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স উইং গঠিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী ও জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এই উইং গঠন করা হয় ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স উইংয়ের সদস্য যথাক্রমে: প্রকৌশলী এস এম সাজ্জাদ হোসাইন, প্রকৌশলী আলমগীর হোসেন সুফি, প্রকৌশলী মাহমুদুর রহমান, প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির, প্রকৌশলী আব্দুর রহিম, প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, প্রকৌশলী সাজেদুর রহমান, প্রকৌশলী শাহ নেওয়াজ পারভেজ, প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল জান্নাত, প্রকৌশলী শাহিন আলম, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী জি এম মাহবুব আলম, প্রকৌশলী আশরাফুল আরাফাত, প্রকৌশলী জামাল হোসেন, প্রকৌশলী রাজীব হোসেন, প্রকৌশলী এস আই সাগর, প্রকৌশলী জাকারিয়া মাহমুদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, প্রকৌশলী লোকমান হোসেন, প্রকৌশলী আবু সায়েদ অনি ও প্রকৌশলী ইউসুফ হোসেন প্রমুখ।
এমএসআই/এসএমডব্লিউ