মীরসরাইতে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

২৮ মে ২০২১, ০৬:১৫ পিএম


মীরসরাইতে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান

জমি বিরোধের জেরে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসমানপুর এলাকায় মোহাম্মদ শাহজাহান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) দুপুরে ওসমানপুর এলাকার রেহান উদ্দিন হাজি বাড়িতে এই ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। নিহত শাহজাহান মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসমানপুর গ্রামের মৃত গনি আহমদের ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঢাকা পোস্টকে বলেন, জায়গা-জমি নিয়ে শাহজাহানের সঙ্গে প্রতিবেশীর বিরোধ ছিল। এ নিয়ে আজ দুপুরে প্রতিপক্ষের লোকজন শাহজাহানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান জোরারগঞ্জ থানার ওসি।

কেএম/এফআর

Link copied