উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী মার্কেটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ইব্রাহিম হোসেন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি সিটি ব্যাংকের তেজগাঁও শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার (রিটেইল ব্যাংকিং) ছিলেন। এই ঘটনায় ঘাতক ভ্যান চালক সোহাগ হোসেনকে (২৫) আটক ও ভ্যানটি (চট্টমেট্রো-ট-১১-৩৩৩৯) জব্দ করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ৮টায় মৃত ঘোষণা করেন।
ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আজমান জানান, উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এ সময় ভ্যানটি তার কোমরের উপর দিয়ে উঠে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।
নিহতের সহকর্মী মাহবুব আহমেদ বলেন, আমরা একসঙ্গে তেজগাঁও ব্রাঞ্চের সিটি ব্যাংকে চাকরি করি। অফিসের কোনো কাজে হয়তো সে উত্তরা গিয়েছিল এবং সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ইব্রাহিম খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এর ৪ নাম্বার রোডের ২২ নাম্বার বাসায় থাকতো। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার কাশেমগঞ্জ গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া। সে দুই সন্তানের বাবা।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন। তিনি জানান, রাজলক্ষ্মীর সামনে একটি কাভার্ডভ্যান সিটি ব্যাংকের এক কর্মকর্তাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান। এই ঘটনায় ভ্যান চালক সোহাগ হোসেনকে আটক করা হয়েছে এবং ভ্যানটি জব্দ করা হয়েছে।
এসএএ/জেডএস