কারখানা-গোডাউনে অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জ সদরের নয়গাঁও জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে গভীর রাত পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জ সদরে পঞ্চসার ইউনিয়নের নয়গাঁও সংলগ্ন এলাকায় অবৈধ কারেন্ট জাল জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন দুটি জাল তৈরির কারখানা ও দুটি গোডাউন তল্লাশি করে ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৩,৫০০ পিস সুতার রিল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরে জব্দ করা কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলগুলো ঢাকা মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেইউ/এসএসএইচ