শেখ পরিবারের নামে থাকা বিআইডব্লিউটিসির ৪ নৌযানের নাম পরিবর্তন

শেখ পরিবারের ৪ সদস্যের নামে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ৪টি জলযানের নাম পরিবর্তন করা হয়েছে।
সম্প্রতি সংস্থাটির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারীর সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক জটিলতা থাকলে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) এর মধ্যে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসারের কাছে লিখিত আবেদন করার জন্যও অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌপরিবহণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর মালিকানাধীন এসটি শহীদ আ: রব সেরনিয়াবাত, এসটি শহীদ শেখ ফজলুল হক মনি, এসটি শহীদ শেখ কামাল এবং এসটি শহীদ সুকান্ত বাবু জলযানগুলোর (রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে সি-১৭৩০, সি-১৭২৯, সি-১৩৮৯ এবং সি-১৩৯২) নাম পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন
এতে বলা হয়েছে, এই ৪টি জলযানের নাম পরিবর্তন করে কর্তৃপক্ষের অনুমোদনে এসটি শহীদ আ: রব সেরনাবিয়াত এর স্থলে ‘এসটি ইলিশা’, এসটি শহীদ শেখ ফজলুল হক মনি এর স্থলে ‘এসটি শৈবাল’, এসটি শহীদ শেখ কামাল এর স্থলে ‘এসটি গাংচিল’ এবং এসটি শহীদ সুকান্ত বাবু এর স্থলে ‘এসটি সাঙ্গু’ নামকরণ করা হয়েছে।
একইসঙ্গে জলযান ৪টির নাম পরিবর্তনের ফলে কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশ (১৯ ফেব্রুয়ারি) থেকে ৫ দিনের মধ্যে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের কাছে লিখিত আবেদন করার জন্যও অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন এই চারটি নৌযানের নামও পরিবর্তন করা হয়েছে।
আরএইচটি/এমএসএ