৫ দেশে স্বেচ্ছাসেবক দলের ৭ কমিটি, আরপিও কী বলে?

নীলফামারী, শেরপুর ও কুড়িগ্রাম জেলার আংশিক আহ্বায়ক কমিটি ও মেহেরপুর জেলার ৩৫ সদস্য এবং বরগুনা, খুলনা ও মাগুরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেন।
সংগঠনটির যুগ্ম-সম্পাদকের পদমর্যাদার দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন জেলা কমিটির পাশাপাশি সংগঠনটির বৈদেশিক শাখার জার্মানি পূর্ব ৬১ সদস্য, জার্মানি পশ্চিম ৫১ সদস্য, দক্ষিণ আফ্রিকা উত্তর ৩১ সদস্য, দক্ষিণ আফ্রিকা দক্ষিণ ৭১ সদস্য, ফিনল্যান্ড ২১ সদস্য, সুইজারল্যান্ড ৪৫ সদস্য ও গ্রিস শাখার ৬১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদর দিয়েছে সংগঠনের শীর্ষ দুই নেতা।
আরও পড়ুন
তবে, সংগঠনটির পক্ষ থকে এসব কমিটিতে কারা সভাপতি এবং সম্পাদক হয়েছেন, কিংবা কমিটিতে কারা আছেন তাদের নাম জানানো হয়নি।
এদিকে নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন- ২০২০’ (আরপিও) অনুযায়ী, কোনো দলের গঠনতন্ত্রে দেশের ভৌগোলিক সীমার বাইরে কোনো দপ্তর, শাখা বা কমিটি গঠন এবং পরিচালনার বিধান থাকে; তাহলে নির্বাচন কমিশনের ধারা ১১ অনুসারে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে। কিন্তু আইনে রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠনগুলোর বিদেশ কমিটি গঠন করতে পারবে কিংবা পারবে না, এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। যার এই সুযোগে বিগত সময়ে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকেও বিভিন্ন দেশে সংগঠনের কমিটি করতে দেখা গেছে।
এএইচআর/এসএম