উপযুক্ত মানুষ পেলে স্বাগত জানিয়ে চলে যাব : তৌহিদ হোসেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সাত মাসের বেশি পার করে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন সাবেক কূটনীতিক মো. তৌহিদ হোসেন। তার নেতৃত্বে কূটনীতিক অঙ্গনে সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মহল সমালোচনা করছে। তার জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যদি কাউকে পাওয়া যায় এরচেয়ে ভালো পারবে, আমি খুব আনন্দের সঙ্গে তাকে এখানে স্বাগত জানিয়ে চলে যাব।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন উপদেষ্টা।
আরও পড়ুন
তৌহিদ হোসেন বলেন, আমার মন্তব্য এটুকু নিশ্চই আমি পারছি না। না হলে এ প্রশ্ন আসছে কেন? আমি শুধু এটুকু বলতে পারি যে, যদি কাউকে পাওয়া যায় এরচেয়ে ভালো পারবে আমি খুব আনন্দের সঙ্গে তাকে এখানে স্বাগত জানিয়ে চলে যাব।
এনআই/এআইএস