চালের বস্তায় শেখ হাসিনার নাম : জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্তি করেছে খাদ্য মন্ত্রণালয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রত্যাহার করা হয়েছে।
‘শেখ হাসিনার বাংলাদেশ- ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা আগের বস্তায় চাল বিতরণ করা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর তাকে প্রত্যাহার করা হলো।
পাশাপাশি সারাদেশে কোনো ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এসএইচআর/এআইএস