চট্টগ্রামে রিকশাচালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাহিদুল ইসলাম (২২) নামে ব্যাটারিচালিত এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সরল ইউনিয়নের কানুঙোখালি ব্রিজের পাশে বেড়িবাঁধের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাচ্চু বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে।
পুলিশ জানিয়েছে, ওই রিকশাচালকের দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/জেডএস