দুই নারীর ওপর হামলার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, আমি যতটুকু জেনেছি ওনারা নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। ওনারা (লোকেরা) বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।
রোববার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইনে পাবলিক ম্যানেজমেন্ট অর্ডারের ব্যারাকস পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি উঠে আসলে তিনি ঘটনাটি ব্যাখ্যা করেন।
তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করবো, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন। রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানে দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খায়। এটা করতে পারলে রোজাদারদের সম্মান করা হয়।
আরও পড়ুন
রমজানে নিত্য পণ্যের দরদামের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়। আর আমাদের দেশে উল্টোটা হয়, রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো তারা যেন এ সময় জিনিসপত্রের দাম না বাড়ায়। জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখা হয় এ মাসে, এটি করতে পারলে, ভোক্তাদের সাশ্রয়ী হবে, তারা স্বস্তি পাবে।
রমজানে অন্যান্য বছরের ন্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা তো আরও ভালো।
উপদেষ্টা এর আগে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ব্যারাক পরিদর্শন করেন। তাদের বাসস্থান ঘুরে দেখেন ও খাবারের মান বিশেষ করে বিভিন্ন ইফতারি সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। খাবারের মানের ব্যাপারে যেন কোনো আপস না করা হয়, এ বিষয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।
রমজানে ব্যারাকের পুলিশ সদস্যদের জন্য প্রাপ্য (নির্দিষ্টকৃত) খাবারের চেয়ে বেশি খাবার দেওয়া হয়। ব্যারাকগুলোর রান্নাঘরের গ্যাস লাইনে পর্যাপ্ত প্রেসার বা চাপ না থাকায় রান্নায় সমস্যা হচ্ছে বিধায় তাৎক্ষণিকভাবে জ্বালানি উপদেষ্টাকে বিষয়টি অবহিত করেন ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এআর/এআইএস