এনআইডি তথ্য বিক্রি
সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সাবেক এই জ্যেষ্ঠ সচিবকে গ্রেপ্তার করতে ঢাকা থেকে পুলিশের দল এসেছিল। গ্রেপ্তারের পর জিয়াউল আলমকে ঢাকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন
আরএমএন/এসএসএইচ