নৌপথে ৭ দিনের অভিযানে আটক ১৬৮, জব্দ ৪৪ ড্রেজার

চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ১৬৮ জনকে আটক ও ৪৪টি ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) ও অতিরিক্ত দায়িত্ব (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন এসব তথ্য জানান।
তিনি বলেন, গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ কোটি ১ লাখ ৪৮ হাজার ৭২ মিটার অবৈধ জাল এবং ২ হাজার ৭৭৩ কেজি মাছ এবং নদী থেকে ৪৪টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
আরও পড়ুন
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪২টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪৪টি ড্রেজার/নৌকা জব্দ করা হয়। এই অভিযানে ১৬৮ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ২৩টি মৎস্য, ১০টি বেপরোয়া, ৯টি বালুমহাল, ২টি অপমৃত্যু, ১টি চুরি এবং ১টি বিশেষ ক্ষমতায় মামলাসহ মোট ৪৬টি মামলা দায়ের করা হয় এবং পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
জেইউ/এমজে