সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নে ঢাকা ওয়াসার কমিটি

সেবা প্রদান প্রতিশ্রুতি প্রণয়ন ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।
ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান বলেন, প্রতিমাসে সেবা প্রদান প্রতিবেদন হালনাগাদ ও পরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রণয়ন করবে এই কমিটি। পাশাপাশি তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে এই কমিটিকে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির উপ ব্যবস্থাপনা পরিচালককে এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার মডস জোন ৫ এর নির্বাহী প্রকৌশলীকে।
কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার প্রশাসন বিভাগ ২ এর উপসচিব, উপ হিসাব রক্ষণ কর্মকর্তা এবং রাজস্ব জোন ৪ এর উপ প্রধান রাজস্ব কর্মকর্তাকে।
এএসএস/এমএ