ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ পেলে নিবন্ধন বাতিল

রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের নিবন্ধন বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সভাকক্ষে রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিসমূহের নিবন্ধন সনদ প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিগুলোর নিবন্ধনের প্রক্রিয়া নিয়মিত করার জন্য রাজউক কাজ করছে। একই সঙ্গে সঠিক ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের নিবন্ধন বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।
ছিদ্দিকুর রহমান বলেন, রাজউক নিয়মিতভাবে ডেভেলপার কোম্পানিগুলোর সঙ্গে বার্ষিক বা দ্বিবার্ষিক মতবিনিময় সভার আয়োজন করতে চায়। যার মাধ্যমে রাজউকের সর্বশেষ বিধিমালা অবহিতকরণসহ কোম্পানিসমূহের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করা যাবে।
সনদ প্রদান সভায় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিসমূহের প্রতিনিধিসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএস/এমজে