ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

আগামী ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতবারের মতো এবারও ৭ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ১৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট এবারও অনলাইনে বিক্রি করা হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেছেন, ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা হয়েছে। আগামী ৯ মার্চ একটি মিটিং আছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আরও পড়ুন
রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৪ মার্চ; ২৫ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৫ মার্চ; ২৬ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হতে পারে ২০ মার্চ।
আরও জানা গেছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ২৪ মার্চ থেকে।
এমএইচএন/এআইএস