কৃষি মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক পর্যালোচনা সভা ১২ মার্চ

কৃষি মন্ত্রণালয় আওতাধীন দপ্তর এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত ও প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক নিয়ে পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ মার্চ এ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয় আওতাধীন দপ্তর/সংস্থা (বিএডিসি, ডিএএম, এসআরডিআই, সিবিডি এবং এআইএস) এবং বিভিন্ন দেশ বা সংস্থা/আন্তর্জাতিক প্রতিষ্ঠান/স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত ও প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক বা সমঝোতা চুক্তি/সহযোগিতা স্মারক বাস্তবায়নের বিষয়ে পর্যালোচনার নিমিত্ত এক সভা আয়োজন করা হয়েছে। আগামী ১২ মার্চ সকাল ১১ টায় যুগ্মসচিব (আন্তর্জাতিক সহযোগিতা অধিশাখা) ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৫১৭, ভবন-৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) এ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভায় প্রয়োজনীয় তথ্যাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এমএম/এমজে