আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, নেই বৃষ্টির সম্ভাবনা

দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।
শনিবার (৮ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দুপুর ১২টা পর্যন্ত এসব অঞ্চলের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অন্যদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিক আজকের সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে চলতি সপ্তাহেই দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও পূর্বাভাসে জানানো হয়েছে।
আরএইচটি/এসএম