রাজধানীতে পৃথক অভিযানে ছয় ডাকাত আটক

রাজধানীর মতিঝিল ও শাহজানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মতিঝিলের এজিবি কলোনি থেকে রমজান সিকদার ও রাজু হোসেন, আর শনিবার (৮ মার্চ) আরামবাগ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
অপরদিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার রাত ২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের বটতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন সাইদুর রহমান টিটু, মোহাম্মদ রাজিব ও মাহাবুল ওরফে বাবু। এ সময় তাদের কাছ থেকে একটি এন্টি কাটার চাকু উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শুক্রবার গভীর রাতে পুলিশের টহল টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে এজিবি কলোনীর আলহেলাল জেন বায়তুল আমান জামে মসজিদের সামনে ফাঁকা মাঠে ৮-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত ৩টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় রমজান ও রাজুকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপরদিকে শনিবার রাত ৩ টায় আরেকটি অভিযানে আরামবাগ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার রমজানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। আর ইসমাইলের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের লোহাগাড়া ও পটুয়াখালীর মহিপুর থানায় চুরি ও ডাকাতির পাঁচটি মামলা আদালতে বিচারাধীন।
শাহাজানপুরে আলাদা অভিযানে আরও তিন ডাকাতকে আটকের ব্যাপারে পুলিশের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাত চক্র কমলাপুর রেলওয়ে স্টেশনের বটতলায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির জন্য একত্রিত হয়েছিল বলে স্বীকার করেছে। তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসি/এমটিআই