র্যাব পরিচয়ে ডাকাতি : তিন সহযোগীসহ মূলহোতা বিল্লু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান মো. বিল্লু মিয়াসহ (৩৫) চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার(৭ মার্চ) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত সিএনজিসহ তাদের গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
র্যাব বলছে, বিল্লু এবং তার দলের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে র্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজি অটোরিক্সা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— বিল্লু মিয়া (৩৫) আবু জাহের (৩০), ২) আল আমিন ওরফে পাঠা আল আমিন (২০) ও আলমগীর (৩২)।
এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি রিভলভার, ১ টি পাইপ গান, ৫ রাউন্ড গুলি, ১ টি এমটি কার্টিজ, ১টি সিএনজি, ১ টি চাকু, ১টি রেঞ্জ, ২টি প্লায়ার্স, ১টি সামুরাই, ১টি শাবল, ১টি স্ক্রু ড্রাইভার, ২ টি র্যাব-পুলিশ সাদৃশ্য কালো রং এর জ্যাকেট, ২টি কালো ক্যাপ ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।
রোববার(৯ মার্চ) বিকেলে র্যাব-২ অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, সম্প্রতি অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘কব্জিকাটা গ্রুপ’ এর প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ার এবং সন্ত্রাসী রাফাত ও টুন্ডা বাবুসহ তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্যরা ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
গ্রেপ্তার বিল্লু মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, সে এবং তার দলের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে র্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজি অটোরিক্সা ছিনতাই করে আসছিলেন। গ্রুপটি ডাকাতি করার সময় নিজেদের র্যাব সদস্য পরিচয় দিতেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেইউ/এআইএস