ছিনতাইকারীর আঘাতে মৃত্যুর সঙ্গে লড়ছেন পূবালী ব্যাংক কর্মকর্তা

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ছিনতাইকারীর এলোপাতাড়ি মারধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হেলাল উদ্দিন (৩২) নামে এক যুবক। তিনি হবিগঞ্জে পূবালী ব্যাংকের ল অফিসার হিসেবে কর্মরত।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহত হেলাল উদ্দিনের ভাই ফয়সাল জানান, আমার ভাই পূবালী ব্যাংকে নারায়ণগঞ্জ শাখার ল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি আমার ভাইয়ের হবিগঞ্জে পোস্টিং হয়। রাতে কর্মস্থল হবিগঞ্জে যাওয়ার জন্য সায়দাবাদ বাস টার্মিনালে যাওয়ার পর কয়েকজন ছিনতাইকারী তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। তিনি দিতে না চাইলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। আমার ভাইকে ছিনতাইকারীরা মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর আহত করেছে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তার কয়েকটি সার্জারি লাগবে বলেও তারা জানিয়েছেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, আমার ভাইয়ের তেমন একটা জ্ঞান নেই। ছিনতাইকারীরা তার গলা চেপে ধরেছিল, সে কথাও বলতে পারছে না। আমার ভাই দনিয়া আদর্শ স্কুল গলিতে ভাড়া বাসায় থাকে। আমাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাহারা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে আহত অবস্থায় ওই ব্যাংক কর্মকর্তাকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এসএসএইচ