পুলিশের জবাবদিহির দাবিতে চট্টগ্রামে থানা ঘেরাও

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পুলিশের জবাবদিহির দাবি জানিয়ে চট্টগ্রাম নগরের খুলশী থানা ঘেরাও করেছেন স্থানীয় ছাত্র-জনতা। রোববার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে খুলশী থানা সাধারণ জনগণ ও ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ব্যানার হাতে খুলশী থানার প্রবেশ ফটকের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। তারা ছিনতাই, হত্যা, ধর্ষণের মতো ঘটনায় প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিও জানানো হয়। এর আগে ছাত্র-জনতা থানা অভিমুখে পদযাত্রা করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কেন কথা বলছে না? পুলিশ কেন নীরব, তার জবাবদিহি করতে হবে। ছাত্র-জনতা থানার নিরাপত্তা দিতে পেরেছে। তাহলে পুলিশ কেন জনগণের নিরাপত্তা দিতে পারছে না? পুলিশকে জবাবদিহি করতে হবে। সবার সামনেই জবাব দিতে হবে।
আরও পড়ুন
এসএসএইচ