গেন্ডারিয়ায় ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রাজধানীর গেন্ডারিয়ার রেল লাইনের ফুটপাতের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রাজীব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এসএএ/এমএ