গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৫টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ২টি স্পটে ৩টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
অভিযানে ৫টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মোট ১৭টি দ্বিমুখী অবৈধ চুলার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া ২টি স্পটে ৩টি রেস্তোরাঁয় অভিযান পরিচালিত হয়েছে। চার ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আল্লাহর দান হোটেল ও মামা ভাগ্নে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ করা হয় ও অবৈধ সরঞ্জামসমূহ জব্দ করা হয়। এ সময় ৭০ ফিট পাইপ লাইন জব্দ এবং মোট ৮টি রাইজারের সংযোগ বন্ধ করা হয়।
এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চার ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, আল্লাহর দান হোটেলকে ৩০ হাজার টাকা ও মামা ভাগ্নে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওএফএ/এসএম