মার্কিন সিনেটর গ্যারি পিটার্স ঢাকায় এসেছেন

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স।
সোমবার (১৭ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনেটর পিটার্সকে স্বাগত জানান রাষ্ট্রাচার প্রধান ও মহাপরিচালক (উত্তর আমেরিকার) জাহিদ-উল-ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়, মার্কিন সিনেটর গ্যারি পিটার্স আজ (সোমবার) দুই দিনের সফরে ঢাকায় আসেন। উত্তর আমেরিকার মহাপরিচালক জাহিদ-উল-ইসলাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বাংলাদেশে প্রথম সফরে সিনেটর গ্যারি পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য উন্মুখ।
জানা গেছে, ঢাকা সফরকালে সিনেটর পিটার্স প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে, তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিতে পারে সিনেটর পিটার্স।
এনআই/এমজে