কর্মক্ষেত্রে অবরুদ্ধ : থানায় জিডি করেছেন প্রাণগোপালের মেয়ে

কর্মক্ষেত্রে এসে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অনিন্দিতা দত্ত। যিনি বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে।
সোমবার (১৭ মার্চ) থানায় একজন লোক পাঠিয়ে তিনি জিডিটি করেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর।
তিনি বলেন, দুপুরের দিকে অনিন্দিতা একজন লোক পাঠিয়েছেন, নিজের জন্য হুমকি মনে করে তিনি জিডি করতে চেয়েছেন। আমরা জিডিটি গ্রহণ করেছি।
আরও পড়ুন
ডা. অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে, ক্যান্সার ভবনে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অনিন্দিতা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন না। রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ৮টায় অফিসে যাওয়ার পর থেকে এক দল লোক অনিন্দিতা দত্তকে ক্যান্সার ভবনে তার কার্যালয়ে আটকে রেখেছিলেন। পরে বেলা আড়াইটার পর সেনা সদস্যরা ডা. অনিন্দিতাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে ধানমন্ডিতে তার বাসায় পৌঁছে দেন সেনাবাহিনীর সদস্যরা।
এমএসি/এআইএস