মাদরাসায় শিশু বলাৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদরাসাপড়ুয়া ৫ শিশুকে বলাৎকারের অভিযোগে হাফেজ জাকের (১৯) নামের এক বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুন) জাকেরকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার এসআই রিজাউল জাব্বার। তিনি বলেন, জাকের পশ্চিম সারোয়াতলীর মাদরাসায়ে ত্যৈয়বিয়া তাহেরিয়া দরবেশীয়া সুন্নিয়া এতিম খানা ও হেফজখানায় বাবুর্চির কাজ করেন।
এসআই রিজাউল আরও বলেন, এক শিশুকে বলাৎকারের অভিযোগে শিশুটির অভিভাবক আবু সিদ্দিক বাদী হয়ে সোমবার বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে জাকেরকে মাদরাসা থেকে গ্রেফতার করা হয়েছে। জাকের শিশুদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এই অপকর্ম করতেন।
মঙ্গলবার বিকেলে জাকেরকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে এসআই রিজাউল জাব্বার বলেন, প্রাথমিকভাবে পাঁচ শিশুর সঙ্গে এ রকম ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জুলাই হেফজ শিক্ষার জন্য ছেলেকে (৯) মাদরাসায় ভর্তি করান মামলা দায়েরকারী অভিভাবক আবু সিদ্দিক। এবারের রমজানের বন্ধে ১২ এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যান তিনি। ৩১ মে ছেলেকে মাদরাসায় নিয়ে যেতে চাইলে সে কান্নাকাটি করতে থাকে এবং মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করে। একপর্যায়ে সে জানায় বাবুর্চি হাফেজ জাকের তার সঙ্গে খারাপ কাজ করে। এর প্রেক্ষিতে শিশুটির অভিভাবক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জাকের বাঁশখালী উপজেলার পূর্ব কাথারিয়া গ্রামের নবী আহমদের ছেলে বলা জানিয়েছেন এসআই রিজাউল জাব্বার।
কেএম/এইচকে