জিএফএমডি সম্মেলনে অভিবাসী সমস্যার গুরত্ব দিন: পররাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) ১৩তম সম্মেলনে অভিবাসী কর্মীদের মজুরি, স্বাস্থ্য ও চাকুরি নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের আয়োজনে ‘ফ্রি-জিএফএমডি-২০২০ জাতীয় পরামর্শ’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, ‘জিএফএমডি ১৩তম সম্মেলনে পূর্বে বাংলাদেশের পরামর্শ থাকবে আন্তর্জাতিক সম্প্রদায় যেন করোনা মহামারির এই কঠিন সময়ে অভিবাসী কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে জোর দেয়। মহামারির কারণে অনেক অভিবাসী তাদের চাকুরি হারিয়ে কষ্টে রয়েছেন। এসব বিষয় গুরত্ব সহকারে জোর দিতে বাংলাদেশের আহ্বান থাকবে।’
‘অনেক অভিবাসী এই মহামারির মধ্যে এখনও গাদাগাদি থাকাসহ চাকুরিক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, তাদের নিরপত্তার বিষয়টিও দেখতে হবে।’
অভিবাসীরা বোঝা নয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিবাসীরা বোঝা নয়, তারা সরকারের উন্নয়ন অংশীদার। অভিবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন।’
বাংলাদেশ নিয়মিত ও নিরাপদ অভিবাসনে গুরত্ব দেয় বলেও জানান মোমেন। একইসঙ্গে করোনা মহামারির মধ্যে অভিবাসীদের সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর বিষয়টি তুলে ধরেন।
করোনায় চাকরি হারিয়ে দেশে ফেরা অভিবাসী কর্মীদের প্রসঙ্গে মোমেন বলেন, ‘আমাদের সরকারের বর্তমান অগ্রাধিকার হচ্ছে যারা দেশে ফেরত এসেছেন তাদের দক্ষ করে আবার কজে পাঠানো। সে লক্ষ্যে সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে।’
বিদেশফেরতদের তথ্য-উপাত্ত সরকার সংগ্রহ করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশফেরত কর্মীদের ডাটা সংগ্রহ করছে সরকার। সরকারের তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বায়রার সভাপতি বেনজীর আহামদ ও সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
উল্লেখ্য, ১৩তম জিএফএমডি সম্মেলন ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
এনআই/ওএফ