সাইনবোর্ডে মিশুকে বাসের ধাক্কায় একজন নিহত, শিশুসহ আহত ৬

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাসের ধাক্কায় একটি মিশুক গাড়িতে থাকা একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সাইরুল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতরা হলেন—তাসলিমা (৩৮), বাবু (২৫), তানভীর (৩), জামাল (৩৫), সাকিবুল (১২) ও রিফাত (১৩)। নিহত সাইরুল ছিলেন অটোরিকশাচালক।
আরও পড়ুন
সাইরুলের শালিকা জানান, তাদের বাড়ি রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক উত্তর পাড়া এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় তারা নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মিশুক গাড়িতে ফিরছিলেন। এ সময় একটি বাস তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইরুল মারা যান এবং বাকি ছয়জন আহত হন। প্রথমে তাদের সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়; পরে সেখান থেকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তিনি জানান, নিহত সাইরুলের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে সরাসরি সবুজবাগ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতরা এখনও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাইনবোর্ড এলাকা থেকে আহত ছয়জনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে মরদেহ হাসপাতালে রাখা হয়নি।
এসএএ/এমএসএ