‘সমগ্র জাতিকে এক মহান লক্ষ্যে সম্মিলিত হতে হবে’

সমগ্র জাতিকে একটি মহান লক্ষ্যে সম্মিলিত হতে হবে বলে মন্তব্য করেছেন কবি আল মুজাহিদ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশীয় সাংস্কৃতিক সংসদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কবি আল মুজাহিদ বলেন, সামগ্রিকভাবে সমগ্র জাতিকে একটি মহান লক্ষ্যে সম্মিলিত হতে হবে। সেই মানস মিলনে আমরা একত্রে কাজ করতে চাই।
আরও পড়ুন
তিনি বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা সম্মিলিত হতে পেরেছি, যা একটি শুভ সংবাদ। এই সংবাদকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে যাই।
কবি আল মুজাহিদ বলেন, পরিবার হচ্ছে মানুষের প্রথম ও নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান। সেই পরিবারকে সব সততার মধ্য দিয়ে সমৃদ্ধ করতে হবে।
এর আগে কোরআন পাঠের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে বিভিন্ন শিল্পগোষ্ঠী কর্তৃক পরিবেশিত হয় ইসলামী সংগীত, হামদ-নাত। এ ছাড়া মঞ্চস্থ হয় নাটক ‘৩৬ জুলাই’।
ওএফএ/এসএসএইচ