ড. পদবি ব্যবহারের অনুমতি পেলেন হাইকমিশনার জকি আহাদ

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি হাইকমিশনার জকি আহাদকে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তার নামের সঙ্গে ডক্টর (ড.) পদবি ব্যবহারের অনুমতি দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের সংস্থাপন -১ শাখা এক পত্রের মাধ্যমে পিএইচডি ডিগ্রি লাভ করা হাইকমিশনার জকি আহাদকে তার নামের সাথে ডক্টর (ড.) পদবি ব্যবহারের অনুমতি প্রদান করে।
আরও পড়ুন
পেশাদার কূটনীতিক জকি আহাদ মরিশাসে হাইকমিশনার নিয়োগ পাওয়ার আগে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জকি আহাদ বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন। তিনি বেইজিং, হেগ, ম্যানচেস্টার ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এনআই/এমজে