সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে সাভারের বাড্ডা, ভাটপাড়া, হেমায়েতপুর, জয়নাবাড়ী, নিমেরটেক, দক্ষিণ রামচন্দ্রপুর, রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ১২০ ফুট বিতরণ লাইনের ১০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৫৫০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এতে মাসিক ১৭ লাখ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।
আরও পড়ুন
অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারজনিত কারণে ২টি মিটারবিহীন আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৩ জন মিটারবিহীন আবাসিক গ্রাহকের কাছ থেকে বকেয়া গ্যাস বিল বাবদ ৩ লাখ ২৯ হাজার ৯৯৩ টাকা আদায় করা হয়েছে।
এছাড়া শিল্প গ্রাহক মেসার্স উত্তরণ ফ্যাশন লি. ও একতা ওয়াশিং প্ল্যান্টে অবৈধ গ্যাস সংযোগ পরিলক্ষিত হওয়ায় কারখানা দুটোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ওএফএ/এআইএস