মাদক সেবনের দায়ে পল্লবী থানার এসআই চাকরিচ্যুত

রাজধানীর পল্লবী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন মল্লিক মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত হয়েছেন। ডোপ টেস্টে হেরোইন সেবনের বিষয়টি ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী।
তিনি মঙ্গলবার (৫ জনুয়ারি) ঢাকা পোস্টকে জানান, আমরা আজকে তার চাকরিচ্যুত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। তবে এখনো অফিসিয়াল কোনো কাগজ পাইনি। ছয় মাস আগে মাদক সেবনের ডোপ টেস্টে আরিফ পজিটিভ এসেছে। পরে জানা যায় সে দীর্ঘদিন ধরে হেরোইন সেবন করত। গত সাত দিন আগে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, এসআই আরিফ হোসেন মল্লিকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বেশকিছু অভিযোগ রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও মাদক কারবারিদের সঙ্গে তার সখ্যতার বিষয়টি উঠে এসেছে। এক সময় থানার সবচেয়ে প্রভাবশালী অফিসারও ছিলেন তিনি।
আরও জানা যায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙালি ক্যাম্পগুলো মূলত মাদকের আখড়া। এ সুবাধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে ওঠে এসআই আরিফের। এক পর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। বেশ কয়েকটি মাদক স্পট থেকেও তিনি নিয়মিত টাকা নিতেন।
এরআগে গত বছরের ২২ নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন সাংবাদিকদের বলেন, মাদক সেবনের দায়ে ডোপ টেস্টে পজিটিভ আসা ডিএমপির (ডিএমপি) ১০ সদস্য চাকরি হারিয়েছেন। সাময়িক বরখাস্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মাদক সেবনের ডোপ টেস্টে পজিটিভ এসেছে ৬৮ জন পুলিশ সদস্যের।
এমএসি/ওএফ