৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে যুব অধিকার পরিষদের স্মারকলিপি

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীলরা এটি রিসিভ করেছেন।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের মানুষের গত ১৬ বছরের শোষণ, দুর্নীতি, বৈষম্য, অত্যাচারী শাসকের গুম, খুনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আপনার অজানা নয়। আপনি নিজেও একজন নির্যাতিত মজলুম। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে প্রায় ২ হাজার শহীদের আত্মত্যাগ ও ২০ হাজার হতাহতের বিনিময়ে আমরা স্বৈরাচার হাসিনা সরকার সহ আওয়ামী ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে পেরেছি। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে, দলটি দীর্ঘ ১৬ বছর বিরোধী মতের দমনপীড়ন, গুম খুনের মধ্যদিয়ে ক্ষমতায় টিকে থেকে অবশেষে একটি নারকীয় গণহত্যা সংগঠিত করে গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশনে এখনো সেই গণহত্যাকরী ও তাদের সহযোগী দলগুলোর নিবন্ধন বাতিলের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
এতে আরও বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি - অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এমন সংবাদ আমাদের উদ্বেগ আরো বৃদ্ধি করেছে। একটি জালিম ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগীদের কোনোভাবেই নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন থাকতে পারে না এবং গণহত্যা পরিচালনার দায় থেকে সংগঠন হিসেবে মুক্তি পেতে পারে না।
আরও পড়ুন
স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো হচ্ছে- নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী রাজনৈতিক দলসমূহের নিবন্ধন বাতিল, গণহত্যা, গুম খুনের দায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের দ্রুত বিচার প্রক্রিয়া গ্রহণ করা, জুলাই-আগষ্ট গণহত্যার দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।
এআর/এমএন